যুক্তিঃ ধর্ষণের জন্য নগ্নতাকে দায়ী করার পরও আপনারা কেন নগ্ন হতে এতো উতলা? আপনি বলবেন কি পোষাক কেন তৈরি হয়েছে। তৈরির আগে মানুষ কি লজ্জাস্থান ঢেকে রাখার চেষ্টা করত না? আপনি বলবেন আধুনিতা । তাহলে পশুরা তো পোষাক পড়ে না, তারা কি বেশী আধুনিক?
খন্ডনঃ ধর্ষণের জন্য নগ্নতাকে দায়ী করার পর ও কেন মাদ্রাসার শিশু ও বোরকা পরা মেয়েরা ধর্ষিত হয় ? লজ্জাস্থান ঢেকে খুলে রাখার উপর ধর্ষণ নির্ভর করে না । যে ধর্ষণ করবে সে বোরকা পরা মেয়ে দেখলেও করবে , আর যে করবে না ল্যাংটা মেয়ে দেখলেও করবে না ।ধর্ষণ সম্পূর্ণ নির্ভর করে মানসিকতার উপর , কারো পোশাকের উপর নয় । আপনি বললেন পোশাকের কথা (যদিও আমি কখনো ল্যাংটা হয়ে চলার কথা কোথাও বলিনাই) । ইউরোপ এমেরিকায় মানুষদের থেকে আমরা অধিক বসন পরে কোন কোন দিক দিয়ে তাদের থেকে বেশি আধুনিক? তারা সবাই সল্প বসনে ঘোরাফেরা করে ,তাহলে কি তারা সকলেই পশু ???
এরকম নায়েকীয় যুক্তি নিয়ে মুমিনরা তর্ক করতে আসে আমার পোস্ট এ । কই যাইতাম !
No comments:
Post a Comment