মাথার ভেতরের ঘুণ পোকারা সুক্ষ সুরে মগজ কাটে,
ঘরে-বাইরে, রোদে-ঝড়ে, শুকনো-কাদায়, দিনে-রাতে ।
যার শব্দে শুধু আমারই ঘুম চলে যায়,
আর পৃথিবী সব মানুষ শান্তিতে ঘুমায় !
ঘরে-বাইরে, রোদে-ঝড়ে, শুকনো-কাদায়, দিনে-রাতে ।
যার শব্দে শুধু আমারই ঘুম চলে যায়,
আর পৃথিবী সব মানুষ শান্তিতে ঘুমায় !
No comments:
Post a Comment