আপনার বক্তব্যের নারীবাদীতা যখন ''অতি নারীবাদীতা" ট্যাগ খায় তখন খুব সাধুতার আড়ালে আপনার নারী-বিদ্বেষটাই প্রকাশ পায়। সেটা অতি না অল্প বিবেচ্য নয়। নারীবাদীতা-কে আপনি কটাক্ষ করে অতি নারীবাদীতা বলতে পারেন। নারী বিদ্বেষ টা অতি আর অল্প নির্ভর করে না। নারীবিদ্বেষ অল্প হলেও নারীবিদ্বেষ, বেশি হলেও তা-ই।
"আমরা যারা নারীবিদ্বেষী সমাজে বসবাস করেও নারীবাদ চর্চা করি, এদের মত বালছাল উগ্র নারীবাদী মুহূর্তেই আমাদের খারিজ করে দেয়; কতো বড় সাহস!" জী ভাই আপনি অনেক নারীবান্ধব পুরুষ,নারীর অধিকার আন্দোলনে কতোটা নারীবাদী সেটা আপনার কথাতেই প্রকাশ পাচ্ছে। মনে হচ্ছে নারীকে করুণা করতে নারীবাদী সাজছেন। আর এই কারণেই বালছালগুলা আপনারে গুনায় ধরে না।
"এদের কাছে পুরুষ মানেই ধর্ষক।"
পুরুষ সবকিছুতে শ্রেষ্ঠত্ব পাইলেও, নারীর কাছ থেকে এর চেয়ে উত্তম উপমা পাওয়ার মত কর্ম করতে পারে নাই। এইখানেও দোষ কি নারীবাদীর? কথাটা নারীর পোশাকই ধর্ষণের কারণের মত শোনায় না?
পুরুষ সবকিছুতে শ্রেষ্ঠত্ব পাইলেও, নারীর কাছ থেকে এর চেয়ে উত্তম উপমা পাওয়ার মত কর্ম করতে পারে নাই। এইখানেও দোষ কি নারীবাদীর? কথাটা নারীর পোশাকই ধর্ষণের কারণের মত শোনায় না?
ভাবতেছেন আমার মত বালছালরে আনফ্রেন্ড করবেন? করেন, ভুলেও তনারে কইরেন না।
No comments:
Post a Comment