Sunday, July 24, 2016

জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, বয়স ২০ হবার আগেই সারা পৃথিবীতে প্রতি ১০ জন মেয়ে শিশুর একজন ধর্ষিত অথবা যৌন নির্যাতনের শিকার হয়। প্রতিবেশী, আত্মীয়-স্বজন, শিক্ষক, অচেনা ব্যক্তি ছাড়াও এমনকি পরিবারের ঘনিষ্ঠ মানুষদের দ্বারাও এসব ঘটনা ঘটে।
মেয়ে শিশুদের উপর যৌন নির্যাতন হয় কার হাতেঃ
50% ক্ষেত্রে বাবা -মা বাদ দিয়ে পরিচিত, আপন, পারিবারিক আত্মীয় বা বন্ধুর হাতে ।
25% ক্ষেত্রে বাবা , বায়োলজিকাল অথবা সৎ বাবার হাতে । বাবা/মার প্রেমিকও এই খানে অন্তরভুক্ত ।
25% ক্ষেত্রে উপরের লোক জন বাদ দিয়ে , অন্য কেউ ।
বাবা যখন ধর্ষক হয় তখন নারী জাতির আর ভরসা করার মত জগতে কোন জায়গা অবশিষ্ট থাকে না । আমাদের দেশেও এরকম ঘটনা অনেক আছে, শুধু প্রকাশ হয় না । খবরটি দেখুন লিংক এ দেও্য়া হল ।
-----------
চিঠিটি খোলার আগেও শিক্ষক জানতেন না কী ভয়াবহ বার্তা দিয়েছে মেয়েটি। শিক্ষকের টেবিলে চুপিচুপি ছুটির আবেদন দিয়ে চলে গিয়েছিল সে। যাতে লেখা ছিল প্রতিদিন তাকে ধর্ষিত হতে হয় বাবার দ্বারা। সবকিছু জেনেও চুপ করে থাকেন তার মা। তাই অবশেষে শিক্ষকের দ্বারস্থ হয়েছে কিশোরী মেয়েটি। চিঠি পড়েই এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন শিক্ষক। তাদের সাহায্যেই বাবা, মায়ের বিরুদ্ধে দায়ের করা হয় ধর্ষণের অভিযোগ।
গত সপ্তাহে লেখা চিঠিতে ১৩ বছরের সপ্তম শ্রেণির ছাত্রীটি জানিয়েছিল, আমার বাবা আমাকে ধর্ষণ করে, মা সব জেনেও আমার সাহায্যে এগিয়ে আসেন না। চিঠি পড়েই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে ছুটে যান শিক্ষক। সোমবার অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের ভাসি থানায়। পুলিসা জানিয়েছে অভিযুক্ত বাবা একজন ফল বিক্রেতা। বয়স ৪৫ বছর।
পুলিসের কাছে বিবৃতিতে মেয়েটি জানিয়েছে, "মায়ের সামনেই বাবা আমাকে ধর্ষণ করতো। তারপর মাঝে মাঝেই মা আমাকের একটা করে ওষুধ খেতে দিতো। আমার যখন ৭ বছর বয়স তখন থেকে চলে আসছে এই ঘটনা। মা কখনই আমাকে সাহায্য করেনি।" অভিযোগকারিনী মেয়েটির এক দিদি, এক দাদা ও দুজন ছোট ভাই রয়েছে। অন্য ভাইবোনরা বাড়িতে যখন থাকতো না তখনই তাকে ধর্ষণ করা হতো বলে জানিয়েছে সে। মায়ের সাহায্য না পেয়ে বড় দিদির(১৭) কাছে ছুটে গিয়েও লাভ হয়নি। কারণ, দিদিও ছিল একই পরিস্থিতির শিকার। প্রতিবেশীদের জানালে তারাও মুখ ফিরিয়ে নিয়েছে।
পুলিস জানিয়েছে, নভি মুম্বইয়ের কিছু স্কুলে কয়েকটি এনজিও শিশুদের যৌন নির্যাতন নিয়ে কাউন্সেলিং সেশন করেছিল। তারপরই সাহস সঞ্চয় করে মেয়েটি। তার বাবাকে গ্রেফতার করেছে পুলিস। আপাতত একটি চিলড্রেন্স হোমে রয়েছে মেয়েটি।http://zeenews.india.com/bengali/nation/teenage-gils-writes-to-teacher-how-she-was-raped-by-father_129837.html

No comments:

Post a Comment