স্বরাষ্ট্রমন্ত্রী এইবার বলেছেন জঙ্গিরা সবাই বাংলাদেশী, কারণ পরিচয়টা আর ঢেকে রাখার উপায় নাই। পুলিশ পরিচয় দেয়ার আগেই আইসিস দিয়ে দিয়েছে। এর আগে শুনেছি দেশে কোন জঙ্গি নাই। এবার যখন দেশে জঙ্গি পাওয়াই গেলো, তবে এখন বলতে হয় এসব জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। আগে জঙ্গি বাঁচাতে কইতেন--জঙ্গি নাই। আর এখন ইসলাম বাঁচাইতে কোমল স্বরে ধীরে ধীরে কইতেছেন--ইসলাম শান্তির ধর্ম।
এই ইসলাম কি আপনাদেরকে বাঁচতে দিবে? মনে হয় না। আইসিসের মত ইসলামের রেফারেন্স দিয়ে দেশি জঙ্গিরা যখন বলবে, ‘যারা ইসলামকে শান্তির ধর্ম বলে তাদের কথা শুনবেন না। ইসলাম একদিনের জন্যও শান্তির ধর্ম ছিল না। ইসলাম যুদ্ধের ধর্ম। আল্লাহর শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে মহানবী আমাদের আদেশ দিয়েছেন।’ তখন বুঝবেন ইসলামের সাথে শান্তি কোথায় কোথায় কিভাবে জড়িত। নাস্তিকেরা কইলে কোপাইতে আসেন, অপেক্ষা করেন---তারা যখন আপনাদেরকে জবাই করতে আসবে তখন ওম শান্তি বইলা মাথাটা বাড়াইয়া দিয়েন প্লিজ।
No comments:
Post a Comment