তনুর খুনিদের না ধরে আমাদের পাহারা দিয়ে রাখা হচ্ছে। বাসার ডিশ লাইন কেটে দেওয়া হয়েছে যেন তনুর সংবাদ দেখতে না পারি। কিছুদিন আগে তনুর লাশ উদ্ধারের স্থানে আমাকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
----তনুর বাবা ইয়ার হোসেন
----তনুর বাবা ইয়ার হোসেন
লেখে তো অনেকেই। এই যে এখানে যত লেখক আছেন, সকলেই বই লেখেন। তাঁদের বিরুদ্ধে তো মেলায় মিছিল হয় না। আপনার বিরুদ্ধে হয় কেন? মেয়ে হয়ে আপনি পুরুষের মত লিখতে যান কেন? সে কারণেই তো ঝামেলা হচ্ছে। আপনার লেখা আমি পড়েছি। কোনও মেয়ে কি আপনি যে ভাষায় লেখেন, সে ভাষায় লেখে? আপনার লেখা খুব অশ্লীল। আপনি মেলায় না এলে ভাল হয়। আপনি এলে মেলায় গণ্ডগোল হয়, তাই আপনি আসবেন না।
----বাংলা একাডেমীর বইমেলায় মহাপরিচালক হারুন উর রশীদ (উদ্দেশ্য তসলিমা নাসরিন)
----বাংলা একাডেমীর বইমেলায় মহাপরিচালক হারুন উর রশীদ (উদ্দেশ্য তসলিমা নাসরিন)
নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র নাজিমুদ্দিন সামাদ ধর্ম নিয়ে আপত্তিকর লেখালেখি করতেন কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ব্লগে আপত্তিজনক লেখা লিখেছে কিনা তা দেখার প্রয়োজন আছে। আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের ব্লগ যদি দেখেন, এভাবে মানুষের ধর্মে আঘাত দেওয়া, বিশ্বাসে আঘাত দেওয়া, পৃথিবীর কোনো দেশেই তা গ্রহণযোগ্য নয়।
----স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
----স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
আজব এক দেশ বাংলাদেশ! যে দেশে অপরাধীরা সাজা না পেয়ে সাজা পায় ভিকটিমেরা।
No comments:
Post a Comment