নারীর চরিত্র খারাপ বলতে পারলে সে নারীকে খুব সহজেই নষ্টা বানানো যায়। এরকম কথা তো তসলিমা নাসরিন নব্বই এর দশকে বলে গেছেন, এখনো যদি কোন পুরুষ বলে, ''অমুক নারী ততোজন পুরুষকে ভালবাসার পরও সে পুরুষকে খারাপ বলে, সে পুরুষ ছাড়া চলতে পারেনা। কি পারস্পরিক বৈপরীত্য!'' এর উত্তর খুব সহজ,''ভাল বইলা ভালবাসি এর পরে বাঁশ খাই, এতে আমি পুরুষকে ভাল বলি কেমনে? এখনো যার সাথে মিশতেছি সে ভাল আছে, কোনদিন খারাপ হইয়া যায় জানি না। হইলে তো খারাপ বলব, ভাল আছে এখনো তাই ভালই বলতেছি।'' আমি বলি কি, আপনি একশো পুরুষের সাথে মিশুন চলুন, তাদের থেকে ভালোবাসা নিন, সময় বুঝে খারাপ পাইলে ছেড়ে দিন, ভাল হইলে সাথে থাকেন। পুরুষের সাথে না মিশলে কেমনে বুঝবেন তারা কত খারাপ। আজ আপনি মুক্তমনাদের মিশেছেন বলেই বুঝতে পেরেছেন তারাও ছাগুদের মত চরিত্র খারাপ নামক কাঁচকলা খাইয়ে লোকের কাছে আপনাকে চরিত্রহীন বানাতে চাচ্ছে। আচ্ছা আপনি খারাপ জেনেও ভাল পুরুষেরা আপনার পেছনে লাইন ধরে কেন? তারা কত ভাল! দেখেন আপনার মুক্তমনা নারীবাদী বন্ধুরা কত্তো ভাল নারীবাদী হাহাহা...
মন খারাপ করবেন না, এতে কিন্তু আপনিই হিট খাবেন। তসলিমা নাসরিনের নামে কুৎসা করে এভাবেই ছাগুরা হিট খাওয়ায়। হাহাহ
উৎসর্গ:
tanima
tanima
No comments:
Post a Comment