Friday, July 15, 2016

আমার কাছে অস্বীকার,
আমার প্রতি অবহেলা,
আমার উপর অনীহা,
আমার সাথে মিথ্যে খেলা--
এসবের মানে হলো--
অন্যেরা যে চুড়ায় পৌঁছেছে,
সেখানে আমি পৌঁছাতে পারিনা।
অন্যেরা যে সাগরে স্নান করে,
সেখানে আমার যেতে পুরো মানা।
অন্যেরা যে তোমাকে ভালবাসে,
তাকে ভালোবাসা আমার উচিত না।
বলো--
আর কত অবাঞ্ছিত হলে,
তোমার কাছে অন্যের মত 'প্রিয়'
হওয়ার যোগ্য, আমিও হতে পারব?
কদাচিৎ--

No comments:

Post a Comment