মেয়ে--মাথা ব্যথা করছে, তোমার সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তোমার ছবি দাও দেখি।
ছেলে--তাড়াতাড়ি মোবাইলের গ্যালারী তে ঢুকে ছবি পাঠাতে গিয়ে দেখে ফেবু ম্যাসেঞ্জারসহ এপস কিছুই কাজ করতেছে না, শো করতেছে না। মোবাইল সেইফ মুডে চইলা গেছে, রিদমিকও নাই। মোবাইল রিস্টার্ট দিয়ে পুনরায় সব একটিভ করে ছবি পাঠায়ে দেখে মেয়ে আর নেটে নাই। এরপর আর কখনো মেয়েটা ছেলেটাকে আর এরকম কিছু লেখেনাই, কয়ও নাই।। ছেলে গভীর আগ্রহে অপেক্ষা করে আবার কবে সেই দিন আসবে? এভাবে দিন যায়, মাস যায়, বছরও চলিয়া যায়...মেয়ে আসে কিন্তু....সেই দিন আসে না...শুভক্ষণ আর আসে না...সে আর ওভাবে স্বপনের ডাকে দেয় না!
কয়েক মিনিটের দেরি...একটি প্রেমের সমাপ্তি।
No comments:
Post a Comment