Tuesday, July 5, 2016

১) আইসিসের প্রকাশিত জঙ্গিদের নাম, পুলিশের দেওয়া নাম আর বাস্তবের নামের মিল নাই কেন? 
২) আইসিস ছবি না দিলে সাধারণ জনগণ এভাবে জঙ্গি সনাক্ত করতে পারতো কি?
৩) আইসিস জঙ্গির ছবি প্রকাশ না করলে আমরা পুলিশের থেকে আসল ছবি পেতাম কি? 
৪) আইসিস ছবি প্রকাশ না করলে আমরা কি বিশ্বাস করতাম দেশে জঙ্গি আছে?
৫) আইসিসের ছবি ধরে পুলিশের দেওয়া জঙ্গির ছবি না মিলালে আমরা কি বুঝতে পারতাম এরা বাঙ্গালি? (কারণ তারা নাকি হিন্দি আর ইংলিশে কথা বলিতেছিল)। 
৬) জঙ্গিদের ছবি দেখে ফেসবুকে পরিচয় ফাঁস না হলে, স্বরাষ্ট্র মন্ত্রী কি স্বীকার করতেন দেশে জঙ্গি আছে বা এরা বাঙ্গালি?
৭) ইসলাম থেকে রেফারেন্স দিলেও ''ইসলাম মানুষ হত্যা সমর্থন করে'' সেটা লোকে বিশ্বাস করতে চায় না কেন?
৮) ইসলাম মানুষ হত্যা সমর্থন করলে, সেটা কিভাবে শান্তির ধর্ম হয়?
৯) ইসলাম শান্তির ধর্ম বলে ঢোল পিটিয়ে কি শান্তি স্থাপন সম্ভব?
১০) জঙ্গি নাই বলা কি পরোক্ষভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষক করা নই?
১১) জঙ্গি থাকার পরেও 'ইসলাম শান্তির ধর্ম'' বলা কি পরোক্ষভাবে ইসলাম ধর্ম কে কলঙ্ক থেকে বাঁচানোর চেষ্টা নয়?
১২) ইসলাম বাঁচালে কি ইসলাম আপনাকে বাঁচাতে পারবে?
১৩) ইসলাম ধর্মে যদি মানুষ হত্যা নির্দেশ থাকে, জঙ্গিদের তা পালন করা কেন অনৈসলামিক হবে?
১৪) অনৈসলামিক হলে মুসলিমরা ওইসব রেফারেন্সের বিরুদ্ধে আন্দোলনে নামছে না কেন?
১৫) আন্দোলনে না নেমে ইহুদি নাসাদের ঘাড়ে দোষ চাপিয়ে কত দিন পার পাওয়া যাবে?
১৬) আপনার আমার ঘরের কে জঙ্গি সংঘটনের সাথে জড়িত তা বোঝার উপায় কি?
১৭) নামাজ রোজা পড়ুয়া, নিয়মিত মসজিদে যাওয়া শান্ত শিষ্ট ছেলেরা জঙ্গি হয় কেন?
১৮) নামাজ, রোজা, কোরান, ইসলাম এবং মসজিদের সাথে জঙ্গিবাদের সম্পর্ক কি?
১৯) মসজিদের সাথে ইসলামের সম্পর্ক কি?
২০) ইসলামের সাথে আল্লাহু আঁকবারের সম্পর্ক কি?
২১) আল্লাহু আঁকবারের সাথে জঙ্গির সম্পর্ক কি?
২২) জঙ্গিরা আল্লাহু আঁকবার বলে কেন?
২৩) বললে ইসলামের অবমাননা হয় না কেন?
২৪) অবমাননা হলে আন্দোলন হচ্ছে না কেন?
২৫) নাস্তিকেরা ধর্ম নিয়ে কিছু বললে অবমাননা হয়, জঙ্গিরা অবমাননা করলে সেটা অবমাননা হয় না কেন?
২৬) তবে জঙ্গিরা কেন ইসলামের মাসতুত ভাই হবে না???

No comments:

Post a Comment