বাংলাদেশের মত দুর্ভাগা দেশ কি আর আছে! এইখানে ধরে ধরে মেধাবী মননশীল মানুষ গুলোকে কুপিয়ে মেরে ফেলা হয়। যাদের কিছু সামর্থ্য আছে তারা দেশ থেকে পালিয়ে বাঁচার চেস্টার করে। আর বাকিরা প্রাণ হাতে নিয়ে উদ্ভ্রান্ত জীবনযাপন করে। এরা কেউই খুনি নয়, ধর্ষক নয়, লুটেরা নয়, যুদ্ধবাজ নয়। এরা সবাই চিন্তাশীল লেখক। এরা তাদের লেখার মাধ্যমে জাতিকে আলোকিত করতে চায়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এরা কেউই কোটিপতি নয়। এরা নিতান্তই দরিদ্র মানুষ। বৈষয়িক ভাবে দরিদ্র হলেও এরা চিন্তার দিক থেকে পৃথিবীর অন্য দেশের প্রগতিকামী লোকের মতই উজ্জ্বল এবং ধনী।
এই অবস্থায় দেশের রক্ষক সরকার যখন এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যায় এবং এও বলে দেয় লেখালেখির কারণে কেউ মারা পরলে সেই দায় সরকারের নয়। তখন সরকারকে আর রক্ষক মনে হয় না, রাক্ষস মনে হয়। যে দেশের সরকার প্রধানরা রাক্ষস হয়, সে দেশের মেধাবীরা তার খাদ্য হবে এটাই স্বাভাবিক। কারণ সরকারের ভুলটা তাদের চোখেই প্রথম পড়ে।
No comments:
Post a Comment