কিছু মেয়ে আছে গলায় ওড়না মুখে মেকআপ দিয়ে রঙবেরঙ এর ফটো আপলোড করবে। বোরকা হিজাব পরবে না, নামাজ রোযা তো নাই-ই। কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু কইলেই মুখ ভেংচিয়ে আপনার উপর থুঃ থুঃ দিতে আসবে।
কিছু ছেলে আছে মাসে ছয় মাসে জুম্মার নামাজ পড়বে। দাড়ি টুপির বালাই নাই। নিজে ধর্ম পালন করে না, অথচ বউ মেয়ে বোরকা না পরলে হাত পাকিয়ে বজ্রের মত তেড়ে আসে।
এই দুই শ্রেণীই নিজেরা ধর্ম মানে না, কিন্তু অন্যরা ধর্ম না মানলে সেটাও সহ্য করে না। ইহারা হইলো সমাজের ডাবল স্ট্যান্ডার্ড প্রকৃত কীট।
(ধর্মের শতভাগ বলীর পাঠা নারী, কিন্তু ধর্মকে দুধ কলা খাইয়ে বাঁচিয়েও রাখে নারী।-হায়! লম্বা---বালের নারী!)
No comments:
Post a Comment