একজন সংসারী আদর্শ পুরুষের লক্ষন সমুহঃ
* তারা গোসল করবে খোলা লুঙ্গির উপরে দাঁড়িয়ে, ওটা ওভাবে ফেলেই বের হয়ে যাবে।
* তারা গোসল শেষে বাথরুমের পানি কখনোই মুছবে না, এর উপর দিয়েই চপ চপ করে পানি সহ বাইরে বের হয়ে যাবে।
* তারা তাদের কাপড় চোপর কোথায় আছে জানবে না, কিন্তু শুক্রবারে পাঞ্জাবী ধূয়া এবং ইস্ত্রি করা চাইবে।
* তারা বেডরুমে গন্ধওয়ালা জুতা মোজা খুলে ফেলে রাখবে।
* তারা কখনোই রান্নার ধারে কাছে যাবে না, কিন্তু মাংসে তেজপাতার পরিমাণ বেশি কেন বা ভাত একটু শক্ত কেন এই নিয়ে স্ত্রীকে রন্ধন-বিদ্যা শিক্ষা দেবে।
* তারা অপর পুরুষের কাছে নিজের স্ত্রীকে ছোট করে কথা বলবে।
* তারা ঘুম থেকে উঠে কখনোই বিছানা গোছাবে না।
* ভেজা তোয়ালে যেখানে সেখানে ফেলে রাখবে।
* ছেলে মেয়েকে কখনোই পড়াবে না। পরীক্ষায় খারাপ করলে উল্টো গালিগালাজ করবে।
* তারা ছেলেমেয়েকে কখনোই স্কুলে আনা নেওয়া করবে না।
* ছেলে মেয়ের স্কুলে বা খেলায় কখনোই বাবার উপস্থিতি থাকবে না, কিন্তু সন্তান স্কুলে ভাল করলে সব ক্রেডিট বাবার।
* তারা কখনোই তার স্ত্রী বাইরে কাজ করুক চাবে না, ঘরে বসে সিরিয়াল দেখলেও স্ত্রী আনকালচার্ড বলে নাক সিটকাবে।
* তারা ভাত খেয়ে কখনোই প্লেট ধোবে না, এমনকি নিজের গ্লাসে পানিও ভরে খাবে না।
* তারা সন্তানের লালন পালন জীবনেও পুরা একদিন করেছেন কিনা সন্দেহ। কিন্তু কয়েক ঘণ্টা বাচ্চা দেখা শোনা করেই মহাভারত উদ্ধার করেছেন এমন ভাব ধরে আহ্লাদে তিনদিন বসে খাওয়ার দাবী তুলবেন।
(আরও যোগ করতে পারেন।)
* তারা গোসল শেষে বাথরুমের পানি কখনোই মুছবে না, এর উপর দিয়েই চপ চপ করে পানি সহ বাইরে বের হয়ে যাবে।
* তারা তাদের কাপড় চোপর কোথায় আছে জানবে না, কিন্তু শুক্রবারে পাঞ্জাবী ধূয়া এবং ইস্ত্রি করা চাইবে।
* তারা বেডরুমে গন্ধওয়ালা জুতা মোজা খুলে ফেলে রাখবে।
* তারা কখনোই রান্নার ধারে কাছে যাবে না, কিন্তু মাংসে তেজপাতার পরিমাণ বেশি কেন বা ভাত একটু শক্ত কেন এই নিয়ে স্ত্রীকে রন্ধন-বিদ্যা শিক্ষা দেবে।
* তারা অপর পুরুষের কাছে নিজের স্ত্রীকে ছোট করে কথা বলবে।
* তারা ঘুম থেকে উঠে কখনোই বিছানা গোছাবে না।
* ভেজা তোয়ালে যেখানে সেখানে ফেলে রাখবে।
* ছেলে মেয়েকে কখনোই পড়াবে না। পরীক্ষায় খারাপ করলে উল্টো গালিগালাজ করবে।
* তারা ছেলেমেয়েকে কখনোই স্কুলে আনা নেওয়া করবে না।
* ছেলে মেয়ের স্কুলে বা খেলায় কখনোই বাবার উপস্থিতি থাকবে না, কিন্তু সন্তান স্কুলে ভাল করলে সব ক্রেডিট বাবার।
* তারা কখনোই তার স্ত্রী বাইরে কাজ করুক চাবে না, ঘরে বসে সিরিয়াল দেখলেও স্ত্রী আনকালচার্ড বলে নাক সিটকাবে।
* তারা ভাত খেয়ে কখনোই প্লেট ধোবে না, এমনকি নিজের গ্লাসে পানিও ভরে খাবে না।
* তারা সন্তানের লালন পালন জীবনেও পুরা একদিন করেছেন কিনা সন্দেহ। কিন্তু কয়েক ঘণ্টা বাচ্চা দেখা শোনা করেই মহাভারত উদ্ধার করেছেন এমন ভাব ধরে আহ্লাদে তিনদিন বসে খাওয়ার দাবী তুলবেন।
(আরও যোগ করতে পারেন।)
এই কাজগুলো যিনি করে দিতে পারেন ঠিকমত তিনিই সংসারী আদর্শ নারী। এই হলোএকজন সংসারী আদর্শ পুরুষ এবং আদর্শ নারীর সংজ্ঞা। দেখুন ব্যাক্তি বিশেষে আদর্শ কিভাবে বদলিয়ে যায়।
No comments:
Post a Comment