সারাজীবন নামাজ পড়ে লোকটা পাঁচ বেলা তোতাপাখির মত কি বলে নামাজ পড়ছে, তা না জেনেই মরে যায়। কিন্তু কোন ব্যক্তি ধর্মে আল্লা রসূলের বলা অনৈতিক কথা তুলে ধরলে তাকে মারা ফরজ মনে করে।
এর মধ্যে একটা মনস্তাত্মিক বিষয় কাজ করে। যেই ব্যক্তি ভগবানেশ্বরইয়াল্লায় ঘোর বিশ্বাস করে ইবাদত উপাসনা করে এতদিনে এতো এতো মানসিক প্রশান্তি লাভ করেছে; এক মুহূর্তেই কোন মানুষের কথা বা তথ্য দ্বারা তাদের সেই সাধের গড়া প্রাসাদ হুর-মুরিয়ে মুহূর্তে ভেঙ্গে পড়বে তারা তা মেনে নিতে পারে না। এ যেন গোটাজীবনে জমানো টাকা মুহূর্তেই সাদা কাগজে রূপান্তরিত হতে দেখা, এটা সহ্য করা কি এতো সহজ? একারণেই যে সব ব্যক্তি শান্তিকামী ভাল মানুষ এবং ধার্মিক সেও নাস্তিকদেরকে মেরে ফেললে একটা সুখের আত্মতৃপ্তি লাভ করে থাকে।
না বুঝে তোতাপাখির মত নামাজ কি আমাদের দেশের লোকেরাই পড়ে নাকি অন্য দেশের লোকেও পড়ে? সারাজীবন পাঁচ বেলা একি কথা বলে গেলাম কিন্তু বুঝলাম না আমি কি বলছি, এটা কি মস্তিষ্কের সুস্থতার লক্ষণ?
No comments:
Post a Comment