এক মহাউন্মাদ বইলা গেছে, নারী পুরুষের বুকের বাম পাঁজরের হাড় দিয়া তৈরী, কোটি কোটি নারী নিজেদের বুকে পাঁজর থুইয়া এইডাই বিশ্বাস করতেছে, আর পুরুষতো(স্বামী) স্বয়ং নারীর জন্মদাত্রী মাতা।
এই গুলা নিয়া মহাবদরে কিছু কওয়া যাইব না, হাসি ঠাট্টাও করা যাইব না। কইলেই অনুভূতি গইলা ছ্যাড়াব্যাড়া লাইগা যাইব।
একবিংশ শতাব্দীতে আইসা খোরমা খেজুর খাইতে খাইতে জায়নামাজে বইসা, এমন বালের হাড্ডি বিজ্ঞানে বিশ্বাস করতে হইব। দিনে নিয়ম কইরা পাঁচবার এই মহাউন্মাদের পাছায় চুম্মা দিতে হইব। নাইলেই বিপদ, যেকোন সময় আপনার কল্লা নাই হইয়া যাইব....এও কি বিশ্বাসযোগ্য?
No comments:
Post a Comment