ভারতের ধর্মীয় নেতা স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, মহারাষ্ট্রের সনি সিংগানাপুর মন্দিরে জোর করে নারীরা প্রবেশ করার কারণেই কেরালার মন্দিরে আগুন লেগেছিল।
প্রায়ই বড় বড় মুফতি মৌলানারা নারীদের জিনস প্যান্ট পড়ে বলে ভূমিকম্প হয় দাবী করে থাকেন।
আল্লাহর নবী বলেছেন যে তিন জিনিসের মধ্যে অশুভ আছে, নারী, বাড়ী আর ঘোড়া। (সহিহ্ বোখারি ভল্যুম ৭, হাদিস ৩০:)
'আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে বেশী ক্ষতিকর আর কিছু রইল না।'(সহিহ্ বোখারি ভল্যুম ৭, হাদিস ৩৩:)
'আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে বেশী ক্ষতিকর আর কিছু রইল না।'(সহিহ্ বোখারি ভল্যুম ৭, হাদিস ৩৩:)
এই যে পুরুষেরা নারীর নামে এমন বিদ্বেষমূলক বাণী, হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন। নারীকে মানুষ না ভেবে বিভিন্ন রকম ভাবে অকল্যাণকর কোন প্রাণী হিসেবে ভাবতে লোকদের বাধ্য করাচ্ছেন, তারাই কিন্তু সমাজে পূজনীয় আদর্শ মহামানবের মর্যাদা পাচ্ছেন।
আমরা পুরুষেরা তাদেরকে লাই দিয়ে মাথায় তুলেছি বলেই এবং নারী বিদ্বেষমূলক বাক্য বলার পর তাদের পাছায় বাঁশ না ঢুকায়ে-তেল মালিশ করছি বলেই এরকম বৈষম্য টিকে থাকার স্পর্ধা পায় শাতব্দীর পর শতাব্দী।
No comments:
Post a Comment