যে তৃষ্ণায় কিরণময়ী নর্দমার জল
অঞ্জলি ভরে পান করেছিল,
আমারো বুঝি সেই তৃষ্ণা?
তা না হলে কি আর-
তোমার দেওয়া সব অপমানের নীল,
দু হাতে তুলে চুমুকে খাই?
অঞ্জলি ভরে পান করেছিল,
আমারো বুঝি সেই তৃষ্ণা?
তা না হলে কি আর-
তোমার দেওয়া সব অপমানের নীল,
দু হাতে তুলে চুমুকে খাই?
No comments:
Post a Comment