একজন মহিলা ধার্মিক, সারাজীবন বিড়ি সিগারেট খায়নাই, তিন সন্তানের জননী। তার যদি ফুসফুসে ক্যান্সার হয়, তার সুপ্রতিষ্ঠিত সন্তানেরা কিন্তু তাকে তার কৃতকর্মের দোষ না দিয়ে তাড়াতাড়ি মাদ্রাজ নিয়ে যায় বা যেকোন ভাবেই আপ্রাণভাবে বাঁচাতে চেস্টা করে। তাবিজ কবজ, ফুঁ বা পানিপড়া খাইয়ে ঘরে বসিয়ে রাখে না, অথবা ঈশ্বর এসে উদ্ধার করবে বলে অপেক্ষা করেনা। কারণ জানে হাতে সময় খুব কম। তবুও আমরা চিকিৎসার পাশাপাশি বলি, আল্লা যা করে ভালোর জন্য করে। দোয়া দুরুদ পড়াই, গ্রুপ বাইন্ধ্যা খতম দেই।
হায়রে অন্ধ মানব, তোদের কল্যাণময় আলোকিত ভগবানের দেখা আর পেলি না!
No comments:
Post a Comment