ফেসবুকে অনেক পোষ্ট পাওয়া যায় দেখলে মনে হবে খুবই নারী কল্যাণ মূলক। সেগুলো হলো, নারীরা নিজেদেরকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে কিভাবে ছুরি কাঁচি ক্লিপ ব্লেড খুন্তি ইত্যাদি সাথে রাখবে! আরও বিভিন্ন রকমের টিপস, কিভাবে কোথায় আঘাত করলে ধর্ষককে কুপোকাত করা যাবে!
এমন একটা বিষয় যেন নারী ধর্ষণের শিকার হবেই, এর থেকে উত্তরণের উপায় নাই। এখন কি কি উপায়ে নিজেকে বাঁচানো যায় সেটা শিক্ষা দেওয়া হচ্ছে। কেউ কিন্তু মূলে তাকাচ্ছে না। পুরুষ কেন ধর্ষণ করবে? পুরুষ তার নিজের বালদন্ড কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই মানসিক বিকার থেকে পুরুষের মুক্তির উপায় কি?
এসব নিয়ে কোন বালব্যাটারা কেউ কিছু বলছে না, কেউ কিছু বলবেও না। কারণ যারা এই বিষয়ে বলার সেই 'কেউটা' নিজেই পুরুষ। তারা চায় না নিজেদের কোন রকমভাবে মানসিকতার মানবিক উন্নতি ঘটুক। তারা ধর্ষণ চায় ঘরে-বাইরে, হাতে-চোখে-মনে, পর্ণে, সমান-তালে। তারা নিজেদের শুধরানোর জন্য কোন রকমের প্রতিকারের পরামর্শ দেবে না, তারা ঠাণ্ডা মাথায় পরামর্শ দেবে কিভাবে ধর্ষণের সময় প্রতিরোধ করা যায়।
হে নারী পুরুষেরা নিজেদেরকে সংশোধন করবে না, তাই পারলে প্রতিরোধ কর, নইলে ধর্ষিত হও---উত্তম উপদেশ!
No comments:
Post a Comment