আমরা বাবা মাকে প্রকাশ্যে 'ভালবাসি' বলতে পারি না, ভাই বোনকে বলতে পারি না, বন্ধুবান্ধবকে বলতে পারিনা, অপর তো দূর কি বাত। বাবা মা তার সন্তানদের আদর করে বুকে নিতে পারে না, সন্তান বাবা মায়ের শরীরের কাছে ঘেষতে পারে না। পোষা বেড়ালকে কাছে টেনে চুমু খাওয়া গেলেও পছন্দের কাউকে আমরা প্রকাশ্যে চুমু খেতে পারি না; বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও চুমুটা ট্যবু।
প্রকাশ্যে প্রেমিক প্রেমিকার হাত ধরতে পারে না, ভালবাসার বহিঃপ্রকাশ করতে পারে না। স্বল্প পরিচিত কাউকে আলিঙ্গন পুর্বক চুমুটা একটা সম্ভাষণ, এটা আমরা ভাবতেই পারি না। আমরা একমাত্র ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রীতে ভালবাসা, চুমু ও জড়িয়ে ধরাকে বৈধ মনে করি। আমাদের কাছে চুমু মানেই সেক্স, ভালবাসি মানেই সেক্স, জড়িয়ে ধরা মানেই সেক্স। আমরা ভালোবাসা বুঝি না, আমরা চুমু বুঝি না, আমরা আলিঙ্গন বুঝি না, আমরা প্রেম বুঝি না; আমরা একমাত্র সেক্স বুঝি। যে কারণে প্রকাশ্যে প্রেম নিবেদনের নামে সেক্স করার অপরাধে কমার্স কলেজের প্রেমিক প্রেমিকাকে বহিষ্কৃত হতে হয়।
No comments:
Post a Comment