সবাই খালি রেফারেন্স চায়। রেফারেন্স এর বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, আমি যদি বলি, আজ সিনেপ্লেক্সে গিয়েছিলাম। লোকে সাথে সাথেই বলবে- আপনি যে মিথ্যে বলছেন না তার প্রমাণ কি? প্রমাণ সরূপ তারিখসহ আমাকে টিকিটের ছবি পোষ্ট দিতে হবে। সাধারণত নাস্তিকেরা সবসময় রেফারেন্স সাথে রেখে কিছু পোষ্ট করার চেষ্টা করে, তা না হলে মুমিনদের কাছে মিথ্যেবাদী সাজতে হবে। আপনি যদি বলেন- এই হাদিসটা তিরমিযি থেকে নেওয়া, তখন ওরা চাবে কত নাম্বারে আছে? নাম্বার দেখালে বলবে- বই এর পৃষ্ঠার ছবি দেন। পৃষ্ঠার ছবি দিলে বলবে- এইটা সহি হাদিস গ্রন্থ না, সহি হাদিস গ্রন্থ প্রমাণ করলে বললে- এই অনুবাদে ভুল আছে। অনুবাদ ঠিক আছে দেখাইলে বলবে- ইংরেজি অনুবাদ দেখুন, ইংরেজিও ঠিক আছে দেখালে বলবে- আরবিটাই সবচেয়ে সহি। আরবিটা সহি কেন? নবী কইছে।
মুমিনরা সারাক্ষণ রেফারেন্স দিয়ে সত্যতা প্রমাণ করতে চায়। একমাত্র আল্লার ক্ষেত্রে তাদের কাছে রেফারেন্স চাইলে বলবে আল্লা আছে এইটা নবী বইলা গেছে। নবী কইত্তে আল্লারে পাইল? আল্লায় কইছে? আল্লা কইত্তে আইল? নবী কইছে। নবী কইত্তে আল্লারে পাইল? আল্লায় কইছে? আল্লা কইত্তে আইল? নবী কইছে...!
ছবি কই? অনুবাদ কই? ছবি আর অনুবাদ না দেখালে কেমনে সহি হয় ভাউ, আপনি যে মিথ্যে বলছেন না তার প্রমাণ কি?
No comments:
Post a Comment