Friday, March 25, 2016

ধর্ষণ নিয়ে কথা বলতে বলতে হৈ চৈ চিল্লা চিল্লি হাউ কাউ করতে করতে কিছু কিছু ধর্ষণের বিচার হয়, হয়তো তনু হত্যারও হবে।
তাই বলে কি ধর্ষণ গণ-ধর্ষণ বন্ধ হয়ে যাবে? এরপর কি আমরা আর কোন পর্দা-শীল অথবা পর্দা-হীন কিম্বা ছেলে অথবা মেয়ে শিশুর ধর্ষণের/গণ-ধর্ষণের খবর কখনো শুনবো না?
তনু হত্যার একদিন পরই কি বাবাকে জিম্মি করে পিতার সামনে শিশু কন্যা গণ-ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘটেনি? প্রতিটা ধর্ষণ হওয়ার পর আমাদের টনক একটু নড়ে-চড়ে উঠে, মানুষ মরার পরে আমাদের কাছে মৃত মানুষটির গুরুত্ব বাড়ে।
ধর্ষণ হয় কেন? কারা ধর্ষণ করে? কেন ধর্ষণ করে? ধর্ষণের শিকার হচ্ছে কারা? নারীকে কেন ধর্ষিত হতে হচ্ছে? আরও কতকাল পুরুষের জাঁতাকলে ঘরে বাইরে নারীরা এভাবে ধর্ষিত হবে? এর থেকে প্রতিকারের উপায় কি? সেই বিষয়ে আমি আপনি কি ভেবেছি? ধর্ষণ প্রতিরোধে, প্রতিকারে, বন্ধে আমি আপনি বা রাষ্ট্র কোন শিক্ষার প্রচার ও প্রসারের ব্যবস্থা করেছি কি?
আর কতকাল আমরা সংখ্যালঘু নির্যাতন, নিধন, ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করবো? দেশ সংখ্যালঘু শূন্য হওয়া পর্যন্ত? আর কত কাল আমরা ধর্ষণের বিচার চেয়ে চিৎকার করে গলা ভাঙ্গব ? দেশের প্রতিটা নারী ধর্ষিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত?

No comments:

Post a Comment