Thursday, May 26, 2016

ভগবত গীতা, তৃতীয় অধ্যায়ঃ শ্লোক-১৩
যজ্ঞশিষ্টাশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিল্বিষৈঃ।
ভুঞ্জতে তে ত্বঘ্নগ পাপা যে পচন্ত্যাত্মকারণাৎ।।
অনবাদঃ ভগবদ্ভভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবলই পাপই ভোজন করে।
যেইসকল ভক্ত কৃষ্ণভাবনামৃত পান করেছে তাদেরকে সন্ত বলে। সন্তরা সর্বদা ভগবানের প্রেমে মগ্ন। তারা ভগবানকে অর্পণ না করে কোনও কিছুই গ্রহণ করেন না। আর যারা ভগবানকে অর্পণ করা ছাড়া আত্মতৃপ্তির জন্য নানা রকমের খাবার খায়, শাস্ত্রে তাদেরকে চোর বলা হয় এবং সেই খাদ্যের প্রতি গ্রাসে গ্রাসে তারা পাপও খেয়ে থাকে। এজন্য পাপ-মুক্ত হতে হলে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা নিতে বলা হয়েছে। সমস্বরে বলেন --- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
অর্থাৎ আপনি যদি বৈধ উপায়েও টাকা উপার্জন করে ভগবানকে অর্পণ না করে কোন খাদ্য খান, তবে আপনার খাবারের প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করবেন, এবং আপনি চোর বলে গণ্য হবেন।

No comments:

Post a Comment