Friday, March 25, 2016

তবে যাই বলুন, ধর্ষণ বা গণ-ধর্ষণের খবরে পত্রিকাওয়ালা থেকে শুরু করে আমাদের সকল ভাই বোনদের মধ্যে একটা উৎসব উৎসব রব পরে যায়। রিজার্ভ চুরির ঘটনাও চাপা পরে যায়। সুন্দরবন বিলীন হয়ে যায়। তনুকে ধর্ষণের পর মেরে ফেলেছে, ইস! না মারলেও পারতো। এতে অন্তত আমাদের ঘরে ঘরে প্রতিরাতে স্বামী এবং অন্য নিকটাত্মীয় পুরুষের দ্বারা ধর্ষণের মত এই ঘটনাটাও অপ্রকাশিত থাকতো।
আমরা সবাই ধর্ষণের পর ধর্ষকের বিচার চাই, কিন্তু আর একজন নারীও ধর্ষণের শিকার না হয় সে বিষয়ে আমরা নিজেদেরকে মানসিকভাবে উন্নত করেছি কি? নিজেদের ইমানদন্ড নিয়ন্ত্রনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেছি কি? আর কতদিন উৎসব করবো এবার একটু কান্না দরকার, নয় কি? এবার একটু নিজেদের জন্য নিজেদেরই ধিক্কার প্রকাশ করা উচিত নয় কি? পুরুষের নোংরা পৈশাচিক আধিপত্যের নামে নারীর উপর খড়গ চালানোর জন্য নিজেদের দলবেঁধে লজ্জা করার সময় এখন বোধহয় চলে এসেছে, আসলেই আসেনাই কি?
দলবেঁধে ধর্ষণ তো অনেক করেছি, এবার আসুন একটু দলবেঁধে লজ্জা পাই।

No comments:

Post a Comment