১) ভাই- বিয়ে করে ফেলেন সব ঠিক হয়ে যাবে।
বিয়ে করলে যদি সব সমস্যার সমাধান হতো তবে জগতে আর কোন সমস্যাই অবশিষ্ট থাকতো না।
বিয়ে করলে যদি সব সমস্যার সমাধান হতো তবে জগতে আর কোন সমস্যাই অবশিষ্ট থাকতো না।
২) সারাদিন পানি-ওয়ালা ডান্স দেখা পুরুষেরা ক্লিনসেভ করে আমার পোষ্টে এসে যখন মোল্লা পুরোহিত সেজে যায়, তখনই বোঝা যায় 'নারী বিষয়ে' পুরুষদের ভেতরের সাথে বাহিরের কি ভীষণরকম বৈপরীত্য।
৩) বেদের দল সাপ দেখিয়ে বাস্তবে টাকা ছিনিয়ে নেয়, আল্লা পরকালে শতকোটি কাল্পনিক সাপের ভয় দেখিয়ে জীবদ্দশায় হিজাব পড়িয়ে নারী স্বাধীনতা ছিনতাই করে।
৪) বাবা-ভাই-পুত্ররা খারাপ না, তারা কক্ষনো খারাপ কাজ করতে পারেন না। তবে খারাপ কাজ করে কারা? মা-বোন আর মেয়েরা।
৫) পুরুষ যেমন জগতের সব নারীকে নিজের সম্পত্তি ভাবে, তেমনি বাংলাদেশর লোকেরাও সব দেশের মানুষকে নিজেদের ক্রিকেটের সমর্থক ভাবে।
৬) ছেলেরা মেয়েদের পোষ্টে ছবিতে অবলীলায় ডেয়ার, তুমি, সুইটি, বিউটি, কিউটি বললে বন্ধুত্ব হয়। আর মেয়েরা ছেলেদের পোষ্টে লাইক দিলেই প্রেম হয়ে যায়।
৭) আমাদের কিছু সমস্যা আছে, যেমন: মিথ্যা চাওয়া, মিথ্যা পাওয়া, মিথ্যা খাওয়া, মিথ্যা শোনা, মিথ্যা কওয়া ইত্যাদি। এর মূল কারণ, আমরা সত্যের চেয়ে মিথ্যাকে বেশি ভালবাসি।
No comments:
Post a Comment