জী পহেলা বৈশাখে বোম মারা হয়েছিল-নারী লাঞ্চনা করা হয়েছিল। কেন যেন?
--- মুসলিম দেশে যাতে হিন্দুয়ানী অনুষ্ঠান বন্ধ হয়, যাতে দেশের নারীরা ঘরের বাহির না হয়।
--- মুসলিম দেশে যাতে হিন্দুয়ানী অনুষ্ঠান বন্ধ হয়, যাতে দেশের নারীরা ঘরের বাহির না হয়।
জী ধোনির কাটা মাথার তাসকিনের হাতে ধরিয়ে ছবি বানানো হয়েছে। কেন যেন?
--- ইসলামে তিন প্রকার(*১) ছাড়া সমস্ত খেলা হারাম। এর পর বিধর্মীরা আল্লার শত্রু এবং বিধর্মীদের চুল ধরে টানার কথা বলা আছে পবিত্র কোরানে(*২)।
--- ইসলামে তিন প্রকার(*১) ছাড়া সমস্ত খেলা হারাম। এর পর বিধর্মীরা আল্লার শত্রু এবং বিধর্মীদের চুল ধরে টানার কথা বলা আছে পবিত্র কোরানে(*২)।
(*১) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সর্বপ্রকার খেলা-ধূলা হারাম। শুধুমাত্র তিনটি বিষয় খেলা-ধূলারঅন্তর্ভুক্ত নয়। ১. তীর-ধনুক চালনা করা, ২. ঘোড়াকে প্রশিক্ষণ দান করা, ৩.নিজ আহলিয়া (স্ত্রীর) সাথে শরীয়তসম্মত হাসি-খুশী করা।”
--- মুসতাদরাক আল-হাকিম।
--- মুসতাদরাক আল-হাকিম।
(*২) ---পরম-বাঁশ-প্রদায়ক কাফেরদের শত্রু। (২:৯৮)
---পরম-বাঁশ-প্রদায়ক অবিশ্বাসীদের মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবেন। তারপর আহবান করবেন জাহান্নামের প্রহরীদেরকে। (৯৬:১৩-১৮)
---পরম-বাঁশ-প্রদায়ক অবিশ্বাসীদের মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবেন। তারপর আহবান করবেন জাহান্নামের প্রহরীদেরকে। (৯৬:১৩-১৮)
No comments:
Post a Comment