Wednesday, March 23, 2016


বুদ্ধিজীবী সুশীল ছুতিয়াদের স্ববিরোধী বক্তব্যসমুহ -
১) ‘সব লেখকের উচিত এমনভাবে লেখা, যাতে মানুষের ধর্মবিশ্বাসের প্রতি আঘাত দেয়া না হয়ে যায়। আমি এর বিপক্ষে। ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে লেখা উচিত নয়।’
‘অভিজিতের কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়। এখনও বিচার হলো না, এখনও এ মামলাটির অগ্রগতি হলো না, এ খুবই দুঃখজনক। যত দ্রুত সম্ভব এ হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত।
-----ইমদাদুল হক মিলন
২) ''একটা অশ্লীল বিষয় খোলামেলা ভাবে বলাটা ভালো দেখায় না, ওই লেখাটা যেন শিল্পিত ভাষায় হয় সেদিকটা যেন নজরে থাকে।পাশাপাশি স্পর্শকাতর বা উস্কানিমূলক কোন লেখা বা গালাগালি যেন না থাকে।''
‘মৌলবাদী- সাম্প্রদায়িক চক্র মুক্তবুদ্ধির লেখকদের হত্যার মধ্য দিয়ে দেশে অন্ধকারের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। তাদের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’
-----বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান
৩) ''প্রকাশ্যে চুমু খাওয়া ‘হঠকারী হলিউডি ইভেন্ট''
''চুমু খাওয়ায় কোনও আপত্তি নেই। কিন্তু পুলিশি প্রহরায় দলবেঁধে চুমু খাওয়া' জাতীয় ইভেন্ট ভ্যা ভ্যা ভ্যা ভ্যা.........''
-----কাবেরী গায়েন

No comments:

Post a Comment