Tuesday, June 21, 2016

প্রচণ্ড শীতে জমে যাওয়া স্থবির ঠোঁটে
তোমার একটা চুমু ধার চেয়েছিলাম।
এরপর বসন্ত গিয়ে গ্রীষ্মের খরা এসে গেলো
কোন এক শুভক্ষণে তুমি দিবে বলে
আমি এখনো সেখানেই ঠায় দাঁড়িয়ে।
একবার তুমি চুমু দিলেয় বুঝতে
কেমন করে আমি অ আ এ ঐ সহ
সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ও শব্দে শব্দে
ভরে দিতাম তোমার তৃষ্ণার্ত ঔষ্ঠদ্বয়
মুহূর্তে তুমি শিখে যেতে
আজন্ম না শেখা যত বাক্যমালা।
একবার চুমু ধার দিলেই জানতে
আমি কেমন ঋণ শোধ করতে পারি!
একবার চুমু দিলেই দেখতে
আমি কেমন করে ভাঙতে ভাঙতে গড়তে পারি।

No comments:

Post a Comment