Wednesday, April 13, 2016

যেসব মেয়েদের পিরিয়ড ইরিগুলার, মাসের পর মাস বন্ধ থাকে, তাদেরকে অনেকসময় ডাক্তার জন্ম বিরতিকরণ পিল খেতে দেন। কয়েকমাস কন্টিনিউ করলে পিরিয়ড রেগুলার হয়ে যায়। অনেক অবিবাহিত মেয়েদেরকেও ডাক্তার এই ঔষধ দিয়ে থাকেন। এতে বিভ্রান্তি, ভয় বা লজ্জার কিছু নাই। অবিবাহিত মেয়েদের বাবা মা এই নিয়ে চিন্তায় পরে যায়, লুকিয়ে মেয়েকে ঔষধ খাইতে দেন যাতে কেউ না দেখে বা না জানে, জানলে মেয়ের চরিত্র সম্পর্কে অন্যের বিরূপ ধারণা হবে।
প্যারাসিটামল যেমন জ্বর কমানোর পাশাপাশি ব্যথানাশক হিসেবে কাজ করে, তেমনি জন্ম বিরতিকরণ পিল জন্মরোধের পাশাপাশি পিরিয়ড রেগুলার রাখে। এতে লজ্জার বা অস্বস্তির কিছু নেই। লোকে জানলে তাদেরকে জানান যে, এটা জাস্ট ওয়ান টাইপ অফ মেডিকেশান।

No comments:

Post a Comment