তোমাকে দেখার পর আমার আর প্রকৃতি ভাল লাগে না।
তোমাকে ছোঁয়ার পর আমার আর আমাকেই ভাল লাগে না।
তোমার সুবাস নেওয়ার পর আমার আর ফুলের সুঘ্রাণ ভাল লাগে না।
তোমার হাত ধরার পর আমার আর কী-প্যাড ভাল লাগে না।
তোমার চুম্বন পাওয়ার পর আমার আর কিছু খেতে ভাল লাগে না।
তোমার বুকে যাওয়ার পর আমার আর কোথাও যেতেই ভাল লাগে না।
তোমার চোখে চোখ রাখার পর আমার আর কোন মৃত্যুই ভাল লাগে না।
তোমাকে ছোঁয়ার পর আমার আর আমাকেই ভাল লাগে না।
তোমার সুবাস নেওয়ার পর আমার আর ফুলের সুঘ্রাণ ভাল লাগে না।
তোমার হাত ধরার পর আমার আর কী-প্যাড ভাল লাগে না।
তোমার চুম্বন পাওয়ার পর আমার আর কিছু খেতে ভাল লাগে না।
তোমার বুকে যাওয়ার পর আমার আর কোথাও যেতেই ভাল লাগে না।
তোমার চোখে চোখ রাখার পর আমার আর কোন মৃত্যুই ভাল লাগে না।
No comments:
Post a Comment