ঘুমানোর সময় তোমাকে মনে না পরলেও
ঘুম থেকে উঠে ঠিকই তোমাকে খুঁজি।
আমাকে যে তোমার কোন বেলাতেই মনে পরে না
সেকথা আমি বেশ বুঝি।
ঘুম থেকে উঠে ঠিকই তোমাকে খুঁজি।
আমাকে যে তোমার কোন বেলাতেই মনে পরে না
সেকথা আমি বেশ বুঝি।
সুসময়ে নয়,
অন্তত খুব দুঃসময়েও জিজ্ঞাস করতে পারতে
আমি কেমন আছি?
অন্তত খুব দুঃসময়েও জিজ্ঞাস করতে পারতে
আমি কেমন আছি?
আমার ভাল থাকা না থাকাতে
তোমার কিছুই যায় আসে না;
তাই কি তুমি এমন নির্লিপ্ত?
তোমার ভাল থাকাতে আমার যায় আসে বলেই-
মাঝে মাঝে জিজ্ঞাস করি,
''তুমি আজ কেমন আছ?''
তোমার কিছুই যায় আসে না;
তাই কি তুমি এমন নির্লিপ্ত?
তোমার ভাল থাকাতে আমার যায় আসে বলেই-
মাঝে মাঝে জিজ্ঞাস করি,
''তুমি আজ কেমন আছ?''
মজা কি জানো?
সেই শব্দ তোমার কান অব্ধি পৌঁছানোর মত
কোন ক্ষমতা বা ফ্রিকোয়েন্সিই আমার নাই।
তবুও আমি বোকার মত এই ভেবে সুখ পাই,
আমার আর কেউ না থাকুক-আর কিচ্ছু না থাকুক,
আমার তো একটা 'একলা তুমি' আছ।
সেই শব্দ তোমার কান অব্ধি পৌঁছানোর মত
কোন ক্ষমতা বা ফ্রিকোয়েন্সিই আমার নাই।
তবুও আমি বোকার মত এই ভেবে সুখ পাই,
আমার আর কেউ না থাকুক-আর কিচ্ছু না থাকুক,
আমার তো একটা 'একলা তুমি' আছ।
No comments:
Post a Comment