বুক ভাঙ্গা আর্তনাদ নিয়ে যখন
আমি চিৎকার করে কাঁদছিলাম।
তুমি আমাকে বারবার প্রবোধ দিচ্ছিলে-
এই তো কিছুদিন পর আবার দেখা হবে,
তাড়াতাড়ি উঠো, বাসের সময় হয়ে গেলো যে!
আমি চিৎকার করে কাঁদছিলাম।
তুমি আমাকে বারবার প্রবোধ দিচ্ছিলে-
এই তো কিছুদিন পর আবার দেখা হবে,
তাড়াতাড়ি উঠো, বাসের সময় হয়ে গেলো যে!
আমি যেমন জানতাম,
তেমনি তোমারও অজানা ছিল না;
এটাই তোমার আমার জন্মের তরে-শেষ দেখা।
তবুও আমাদের বিচ্ছেদের থেকে
তোমার কাছে বাসের সময়টা গুরুত্বপূর্ণ ছিল।
তেমনি তোমারও অজানা ছিল না;
এটাই তোমার আমার জন্মের তরে-শেষ দেখা।
তবুও আমাদের বিচ্ছেদের থেকে
তোমার কাছে বাসের সময়টা গুরুত্বপূর্ণ ছিল।
তুমি জেনে খুশি হবে,
এখন আমি চাইলেই তোমার মত করে-
কাঁচা প্রেমিকের বুকে ছুরি বসিয়ে
হাসতে হাসতে ফিরে আসতে পারি।
মুহূর্তেই অস্বীকার করে কাটতে পারি
আজন্মের যত নাড়ীর বন্ধন।
এখন আমি চাইলেই তোমার মত করে-
কাঁচা প্রেমিকের বুকে ছুরি বসিয়ে
হাসতে হাসতে ফিরে আসতে পারি।
মুহূর্তেই অস্বীকার করে কাটতে পারি
আজন্মের যত নাড়ীর বন্ধন।
No comments:
Post a Comment