Tuesday, March 7, 2017

'আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে,
এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।'
--হুমায়ূন আজাদ
এখন--
'আগে পতিতালয়ে আসতো রাজা মহারাজারা
এখন আসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা।'
'আগে পতিতারা যেতো রাজা মহারাজাদের কাছে,
এখন যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের কাছে।'
পতিতা, কানবালারা খ্রাপ, খ্রাপ, খ্রাপ। রাজা, মহারাজা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্ররা ভাল, ভাল, ভাল।

No comments:

Post a Comment