একদিন কোন এক মোহময় ক্ষণে
প্রান্তরের বুকে সবুজ কচি নরম ঘাস হবে।
জেনে রেখো প্রিয়--
ফড়িঙ হওয়ার আদিম ইচ্ছাটা আমার
সেদিনও আগের মতোই নতুন ছিল।
প্রান্তরের বুকে সবুজ কচি নরম ঘাস হবে।
জেনে রেখো প্রিয়--
ফড়িঙ হওয়ার আদিম ইচ্ছাটা আমার
সেদিনও আগের মতোই নতুন ছিল।
No comments:
Post a Comment