পুরুষ নিয়ে জেনারালাইজেশন করতে গিয়ে যারা ভাল পুরুষ, তারা মর্মে মর্মে আহত হোন, তারা তখন জেনারালাইজেশনের চিপায় আটকে মারা পরে যান, সেই সাথে তারা নারীবাদ বিষয়টার উপর বিরক্তও হয়ে যান। এতে কিন্তু আলটিমেটলি নারীবাদেরই ক্ষতি হয়! যুদ্ধের ময়দানে সঙ্গী সাথীরা একলা ফেলে মুখ ঘুরিয়ে নেন।
আচ্ছা সেসকল বীর পুরুষেরা কি আদৌ নারীবাদী? নাকি দয়াপরবশত হয়ে নারীবাদী সাজছেন? থ্রেট দিলাম--পুলুশ নিয়ে উলতা পালতা কিছু বল্লে আল নারীবাদ সাপোর্ট কলে দয়া কলব না কিন্তু হুম!
(দ্রঃ ভাল পুরুষ = যারা নারীবাদ সাপোর্ট করেন। তাহলে যারা সাপোর্ট করেন না তারা কি খ্রাপ পুরুষ?)
No comments:
Post a Comment