১) তিন বছরের কল লগ ডিলিট দিতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।
২) যুগ পাল্টেছে, এখন আপনাকে নিজেকেই বড় বলে বড় হতে হয়; লোকের কথায় কিছুই আসে যায় না।
৩) কাছের মানুষের অনুরোধ ফেলতে না পারাটা বড় দুর্বলতার বহিঃপ্রকাশ।
৪) সময় দিয়ে যদি অনেক কাঙ্ক্ষিত সময় কিনতে হয়, তবে সে সময়ের সাথে অন্য কোন মূল্যবান বস্তুরও তুলনা চলে না।
৫) বিষও অমৃতের সমান মধুর লাগে যদি সেখানে প্রেম থাকে।
৬) প্রেমে পরলে যা হয়---
ক) তোমার সাথে কথা বললে এতো এনার্জি পাই যে, যে কোন কষ্টের কাজ আমি হাসিমুখে করতে পারব।
খ) তোমার সাথে কথা বললে তুমি আমার সমস্ত শক্তি নিয়ে নাও, এতো দুর্বল লাগে... মনে হয় যেন বসা থেকে উঠে দাঁড়ানোর শক্তিটাও অবশিষ্ট নাই। যে কারোর একটু টুকায়ই জ্ঞান হারাব।
৭) যে কোন খারাপ সিচুয়েশনকে নেশার তালে তলিয়ে ভুলিয়ে দিয়ে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ভাবার অনুভূতি দিতে পারে যে ঔষধ, তার নাম প্রেম।
No comments:
Post a Comment